বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে আন্তরিক সাড়া পাওয়ার পর এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের অন্যতম সংগঠক দেলাওয়ার হোসাইন আজিজী বলেছেন, বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল আমাদের দাবির সঙ্গে একমত। রোববার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এ কথা বলেন। এরপর বেতনের ওপর ২০ শতাংশ ভাতাসহ ৩ দাবিতে শিক্ষা ভবনের উদ্দেশে ভুখা মিছিল শুরু করেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। ৩টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। দেলাওয়ার হোসাইন বলেন, দুপুর ১২টায় আমাদের ভুখা মিছিলের কর্মসূচি ছিল। কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আহ্বানে আমরা দুপুর ১২টায় তার সঙ্গে বৈঠক করি। ওনার সঙ্গে কথা বলার পর মনে হয়েছে উনি আন্তরিক। যদিও কিছু স্বার্থান্বেষী মহল আমাদের ব্যাপারে ওনাদের কাছে ভুল তথ্য দিয়েছে। তিনি আরও বলেন, ওনাদের...