ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের বাকি দুই ম্যাচের জন্য নাসুম আহমেদকে দলে আন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে মিরপুরে বাড়তি সুবিধা পেয়েছেন স্পিনাররা। পরের দুই ম্যাচেও একই ধরনের উইকেট হতে যাচ্ছে এটা অনেকটাই নিশ্চিত। এ কারণেই স্পিনে শক্তি বাড়াতে নাসুমকে স্কোয়াডের সঙ্গে নতুন করে যুক্ত করা হয়েছে। ৩০ বছর বয়সী নাসুম শেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে- নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর তিনি চ্যাম্পিয়নস ট্রফির দলের ছিলেন তিনি। ৫০ ওভারের ফরম্যাটে এখন পর্যন্ত ১৮ ম্যাচে ৪.৪৮ ইকোনমি রেটে নিয়েছেন ১৬ উইকেট। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে শারজায় টি-টোয়েন্টি সিরিজে সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যেই লিড নিয়েছে বাংলাদেশ। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ২১ ও...