সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক–কর্মকর্তাদের জন্য নির্মিত টেনিস কোর্টটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত এ কোর্টে কোনো শিক্ষক–কর্মকর্তা খেলতে যান না। ফলে কোর্টটি এখন আগাছায় ভরা পরিত্যক্ত স্থানে পরিণত হয়েছে। অন্যদিকে শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ইনডোর স্পোর্টস সুবিধা না থাকায় অব্যবহৃত কোর্টটি সংস্কার করে ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে রূপান্তর করা হোক। খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালের অক্টোবর মাসে বিশ্ববিদ্যালয় ক্লাব সংলগ্ন টিলার পাশে শিক্ষক–কর্মকর্তাদের জন্য নির্মাণ করা হয় টেনিস কোর্টটি। প্রাথমিকভাবে নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৫১ লাখ টাকা, তবে কাজ শেষে ব্যয় হয় ৫০ লাখ ১০ হাজার টাকা। উদ্বোধনের অল্প কিছুদিনের মধ্যে কোর্টটি খেলার অনুপযোগী হয়ে পড়ে। অভিযোগ ওঠে, কোর্টটি নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছিল। বিষয়টি স্বীকারও করেছিলেন তৎকালীন উপাচার্য...