নরসিংদী জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। এছাড়াও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন।শনিবার (১৮ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকজ নোটিশে বলা হয়েছে, ‘সম্প্রতি আপনি (বিদ্যুৎ) এক সভায় কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। যা সম্পূর্ণরূপে সাংগঠনিক শিষ্টাচারের পরিপন্থি। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত আপনার সেই বক্তব্যের ফুটেজ আমাদের নিকট আছে। এ ধরনের শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দেখিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।’এছাড়াও নরসিংদী জেলা বিএনপির...