নারী বিশ্বকাপের লিগ পর্বে এখনো ম্যাচ বাকি ৯টি। ইতিমধ্যেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে দুই হেভিওয়েট দল—অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বাকি রইল মাত্র দুটি জায়গা। সেই দুটি টিকিট পেতে অন্য ছয়টি দলও এখন জোর লড়াইয়ে। চলুন দেখে নেওয়া যাক, সেমিফাইনালে পৌঁছাতে এই ছয় দলের সামনে কী কঠিন সমীকরণ অপেক্ষা করছে— এখনো হারের মুখ দেখেনি ইংল্যান্ড। তবু সেমিফাইনাল নিশ্চিত হয়নি। তাদের হাতে আছে তিন ম্যাচ—ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এই তিন ম্যাচের একটিতে জিতলেই নিশ্চিত হবে শেষ চারে জায়গা। যদি সব কটি ম্যাচই হেরে যায় তারা, তাহলে প্রার্থনা করতে হবে যেন ভারত বা নিউজিল্যান্ড ৭ পয়েন্টের বেশি না পায়। তবে সবার চেয়ে ভালো নেট রানরেটই এখন ইংল্যান্ডের বড় ভরসা। ভারতের সামনে হিসাবটা সহজ। হাতে থাকা তিন ম্যাচের সব কটি যদি জেতে...