দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ১৯ অক্টোবর, ২০২৫, ১৬:৪১:২৫ ডাকাতি কাজে ব্যবহৃত সিএনজি সহ আরও দুই ডাকাত গ্রেপ্তার NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। বগুড়া:বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া বাজারে ডাকাতির ঘটনায় ডাকাতি কাজের ব্যবহৃত সিএনজিসহ আরও দুই ডাকাত গ্রেপ্তার।উল্লেখ্য, গত ১৭ অক্টোবর শুক্রবার দিবাগত রাতে তালোড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হিমু পোদ্দার আগারওয়ালা বাড়িতে ডাকাতি ঘটনায় বাড়ির এক বৃদ্ধ মহিলাকে হত্যা করে পালিয়ে যায়। উক্ত ডাকাতির ঘটনায় একই তারিখে জেলা ডিটেকটিভ ব্রাঞ্চ(ডিবি) চার ডাকাতকে ধরতে সক্ষম হয়।তাদের স্বীকারোক্তিতে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা দুপচাঁচিয়া থানার এস আই নিয়ামন নাসির সঙ্গীও ফোর্স সহ অভিযান চালিয়ে তালোড়া পুগইল গ্রামের মৃত শুকুর আলীর ছেলে সোহাগ হোসেন(৩৫)ও শাবলা গ্রামের বাবলু ঘোষের ছেলে চিত্তরঞ্জন ঘোষ(৩২) তালোরা বাজার হইতে সিএনজি সহ দুজনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তোরকৃতদের দশ দিনের...