বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দুর্নীতি না থাকলে আজ দেশ সিঙ্গাপুর হতো। দেশে কোটি কোটি টাকা দূর্নীতি হয় কিন্তু মানব সম্পদ করার জন্য কোন পদক্ষেপ নেওয়া হয় না। অধিকার আদায়ের জন্য অনেকে মারা যাচ্ছে, এদেশে কোটি কোটি টাকা দূর্নীতি হয়। এই জায়গায় জাতি গড়ার কারিগর শিক্ষকদের কোন সুযোগ সুবিধা দেওয়া হয় না। বাংলাদেশে দুর্নীতি হয় এদিকে কারো খেয়াল নাই। এদেশে অনেকে ট্যাক্স দেয় না।" শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন( ফিজিক্যালি চ্যালেঞ্জড) শিক্ষার্থীদের ‘অদম্য মেধাবী’ সংবর্ধনা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। আজ রবিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে এ সংবর্ধনা দেয়া হয় । তিনি আরো বলেন, ''শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়াতে হবে যাতে গবেষণা ও শিক্ষা খাতে গুণগত উন্নতি সম্ভব হয়। পাশাপাশি সমাজে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত...