নান্দনিক আয়োজনে কানাডার টরোন্টোতে আবৃত্তি সংগঠন বাচনিক পালন করল তাদের যুগপূর্তি উৎসব ‘বাচনিক বৈভব’। টরেন্টোর বাঙালি পাড়ার ডন অব ডেনফোর্থ মিলনায়তনে বিভিন্ন শ্রেণি-পেশার সব বয়সী মানুষের পদচারণায় ছিল মুখরিত। শতাধিক শিল্পীর পরিবেশনায় তুলে ধরা হয় বাঙালির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে। আবৃত্তি, নাচ আর গানে বাংলার সংস্কৃতিতে যোগ হয়েছিল এক ভিন্ন মাত্রা। ঢোলের বোল, ধামাইল আর নানা আয়োজন উপভোগ করে কয়েকশ দর্শক। আয়োজকরা জানান, প্রতিবছর এ ধরনের আয়োজন থাকলেও এবারে যুগপূর্তি হিসেবে বর্ণাঢ্যভাবেই উদযাপিত হয়েছে বাচনিক এর বাৎসরিক আয়োজনটি। এ বছর সম্মাননা প্রদান করা হয় বরেন্য আবৃত্তি শিল্পী শিমুল মোস্তাফাকে। উৎসব আয়োজনে উৎপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী,...