ঋণ নেওয়া অনেক সময় প্রয়োজন হয়—ব্যক্তিগত খরচ, গৃহ, গাড়ি কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে। তবে অনেক মানুষ ঋণের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে সম্পূর্ণ জানে না। ফলে ব্যাংকের কর্মকর্তারা যেসব শব্দ ব্যবহার করেন, তা অনেকেই বোঝেন না, আর নিয়ম না জেনে ঋণ নেওয়ার ফলে নানা জটিলতা দেখা দিতে পারে। তাই ঋণ নেওয়ার আগে এই ১০টি বিষয় ভালোভাবে জানা জরুরি। ১. আসল টাকা (প্রিন্সিপাল)যে পরিমাণ টাকা আপনি ঋণ নিচ্ছেন, সেটিই আসল। এই টাকার ওপরই সুদ ধার্য হয়। কিস্তি পরিশোধের সঙ্গে সঙ্গে আসল টাকা ধীরে ধীরে কমে। ২. সুদের হার (ইন্টারেস্ট রেট)ঋণের খরচের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুদের হার। এটি স্থির হতে পারে বা বাজারের সঙ্গে পরিবর্তিত হতে পারে। সুদের হার বেশি হলে ঋণের মোট খরচও বাড়ে। ৩. মাসিক কিস্তি (ইএমআই)প্রতি মাসে যে...