জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন মো. কামরুজ্জামান নিহতের ঘটনায় করা মামলায় ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, জুলাইয়ের একটি হত্যা মামলায় সাবেক এমপি হাবীব হাসানের ভাই নাদিম মাহমুদের ১০ দিনের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সুলতান উদ্দিন খান। তবে মামলার তদন্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় রিমান্ড শুনানি হয়নি। বিচারক রিমান্ড শুনানির জন্য আগামী ২১ অক্টোবর দিন ধার্য করেন। পরে তাকে কারাগারে নেওয়া হয়েছে।গত ৮ মে রাত ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নাদিমকে গ্রেফতার করা হয়। এরপর কয়েকটি মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড শেষে তিনি কারাগারে...