জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ সমমনা রাজনৈতিক দলগুলো নতুন কর্মসূচি ঘোষণা করেছে। ৫ দফা দাবি বাস্তবায়নে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির আওতায় ২০ অক্টোবর রাজধানীতে, ২৫ অক্টোবর বিভাগীয় শহরে এবং ২৭ অক্টোবর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোষণা করেছে দলগুলো। জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট, পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবি বাস্তবায়নে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তাদের দাবি, জুলাই সনদ বা জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবগুলোর আইনি বৈধতা, জনগণের অংশগ্রহণে গণভোটের মাধ্যমে অনুমোদন এবং অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর মাধ্যমে নির্বাচনী সংস্কার নিশ্চিত করা। এই পাঁচ দফা দাবিকে কেন্দ্র করে রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস মিলছে। বিশেষ করে জুলাই সনদকে ঘিরে এতদিন যে বিতর্ক ছিল, ইসলামপন্থী জোটের নতুন অবস্থান সেটিকে আবারও সামনে নিয়ে এসেছে। গত জুলাইয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন...