অর্থসংকট চেপে ধরেছে বাংলাদেশের ফুটবল ক্লাবগুলোকে। যার প্রমাণ মিলছে খেলোয়াড়দের একের পর এক অভিযোগে। এক বছরেরও বেশি সময় ধরে নিয়মিত বেতন না পাওয়ায় বসুন্ধরা কিংস ছেড়েছেন তারিক কাজী। দেশের ফুটবল ক্লাবগুলো নেই আগের অবস্থায়। বাংলাদেশের রাজনৈতিক রদবদলে ফুটবল থেকে নিজেদের সরিয়ে নিয়েছে শেখ জামাল ও শেখ রাসেল ফুটবল ক্লাব। গত মৌসুমে চট্টগ্রাম আবাহনীও নিজেদের সরিয়ে নিয়েছে বাংলাদেশ ফুটবল থেকে। এরপরই খারাপ হয়ে চলেছে ক্লাবগুলোর আর্থিক অবস্থা। বসুন্ধরা কিংস২০১৮ সাল থেকে রীতিমতো দাপট দেখিয়েছে দেশের ফুটবলে। দেখা যায়নি ক্লাবটির অর্থসংকট। সরকার পতনের পর অর্থসংকটে পড়েছে বসুন্ধরা কিংসও। বসুন্ধরা কিংসের সাবেক রোমানিয়ান কোচ এবং একজন ট্রেনার বেতন–ভাতা বকেয়ার কথা উল্লেখ করে ফিফার দরবারে অভিযোগ জানালে ক্লাবটির অবনতির বিষয়টি সামনে আসে। মোহামেডানের কোচ আলফাজ আহমেদ ক্লাবগুলোর এমন আর্থিক দুরাবস্থা সম্পর্কে বলেন, ‘এ বছর...