সাউথইস্ট ব্যাংকের ২৩২ কোটি টাকা ফেরত দেয়নি আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ব্যাংকের মূল কার্যক্রমের পাশাপাশি ব্যাংকটির ফাউন্ডেশন ও গ্রিন স্কুলের তহবিলও প্রতিষ্ঠানটিতে আটকা পড়েছে। মেয়াদি আমানত ও কলমানি হিসেবে এ অর্থ ধার দিয়েছিল ব্যাংকটি। টাকা ফেরত চেয়ে বারবার চিঠি দেয়া হলেও আর্থিক প্রতিষ্ঠানটি থেকে কোনো সাড়া মিলছে না। মূল অর্থের পাশাপাশি সুদও পরিশোধ করছে না বে লিজিং। বে লিজিং মূলত সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরের পারিবারিক প্রতিষ্ঠান। তার স্ত্রী সুরাইয়া বেগম বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ২০০৪ থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত টানা ২০ বছর সাইথইস্ট ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আলমগীর কবির। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর তিনি ব্যাংকটির চেয়ারম্যান পদ ছাড়তে বাধ্য হন। এদিকে আলমগীর কবির ও তার ছেলে রায়হান কবির এবং রায়হান কবিরের স্ত্রী নুসরাত...