জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটি দেওয়ার সৎ সাহস দেখাতে পারে না, সেই নির্বাচন কমিশনের অধীনে এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে না। একই সঙ্গে, এনসিপি শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশ নেবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রোববার (১৯ অক্টোবর) দুপুরে দিনাজপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম এসব কথা বলেন।আরও পড়ুনআরও পড়ুনবিএনপির সঙ্গে বৈঠকে সন্তুষ্টি, যা বললেন শিক্ষক নেতা রোববার (১৯ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের দেওয়া বক্তব্য প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, আমরা অনেক আইনজ্ঞদের সঙ্গে কথা বলে জেনেছি এনসিপিকে শাপলা প্রতীক দিতে কোনো বাধা নেই। এই প্রতীক তো আমরা আজকে আবেদন করি নাই।...