আনন্দবাজারের এক সাক্ষাৎকারে অভিনেতা ভিকি কৌশল জানালেন, কথায় কথায় গুগলকে প্রশ্ন করেন তার স্ত্রী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। কিন্তু চাঁদের দেখা দেওয়ার সঠিক সময় যে গুগলেরও জানা নেই, ক্যাটরিনাকে জানিয়েছিলেন তিনি। অভিনেতা তার স্ত্রীকে বলেছিলেন—এমন নয় যে, আমি ডাকলেই চাঁদ দেখা দেবে। চাঁদ যখন আসার, তখনই আসবে। সাড়ে ৮টা পর্যন্ত ক্যাটরিনা শান্ত ছিল। কিন্তু তার পরেই বলতে থাকে— খিদে পেয়েছে।‘চাঁদ কেন আসে না আমার ঘরে...' রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গান সকলেরই শোনা। কিন্তু একবার এই একই অভিজ্ঞতা হয়েছিল ক্যাটরিনা কইফের। চাঁদের অপেক্ষায় হাপিত্যেশ করে বসেছিলেন অভিনেত্রী। গুগলকে প্রশ্ন করেছিলেন, কখন চাঁদের দেখা পাওয়া যাবে। গুগলও সদুত্তর দিতে পারেনি। তার পর কী করেছিলেন তিনি, তা প্রকাশ্যে আনলেন ভিকি কৌশল।২০২৩-এর করভা চৌথ ব্রত পালন করেছিলেন ক্যাটরিনা। সূর্যাস্ত থেকে উপবাসে থাকতে হয়। চাঁদ দেখার...