মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন, শিক্ষা ও নিরাপত্তা নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে দেশটির জনগণ। ট্রাম্পবিরোধী সেই ‘নো কিংস’ আন্দোলনে সমর্থন দিয়েছেন হলিউডের বেশ ক’জন শীর্ষ তারকা। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি এ তথ্য জানিয়েছে। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হলিউডের অন্যতম সোচ্চার তারকা মার্ক রাফালো। সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসের এক পোস্টে নো কিংস স্লোগান দেন তিনি। গেইনসভিল, ফ্লোরিডা, মিনিয়াপোলিস, ফিলাডেলফিয়া ও নিউইয়র্ক সিটির বিক্ষোভের চিত্র দেখে মুগ্ধতা প্রকাশ করেন এই অভিনেতা। তিনি লেখেন, ‘অসংখ্য মানুষ ইউএসএ-কে ভালোবাসেন এবং তাঁরা নো কিংস চাইছেন।’ টেলিভিশন তারকা জিমি কিমেল সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি ইনফোগ্রাফিক শেয়ার করেছেন। যেখানে রয়েছে ‘কমান্ডার ইন চিফ’, ‘গ্রিডি ম্যাকগোলফি’, ‘মার-আ-লারডো’, ‘অরেঞ্জ জুলিয়াস সিজার’ ও ‘আংকেল স্ক্যাম’—এমন কিছু ব্যঙ্গাত্মক শব্দ। ক্যাপশনে রসিকতা করে তিনি লেখেন, ‘যখন আপনারা নো কিংস আন্দোলন করছেন, মনে রাখবেন ডোনাল্ড ট্রাম্প সুন্দর-সুন্দর...