১৯ অক্টোবর ২০২৫, ০৩:২৬ পিএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ০৩:২৬ পিএম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রবিবার বিকেলে সাক্ষাতে বসছেন সিলেট বিভাগের বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠকে মনোনয়ন প্রত্যাশীদের প্রাক-নির্বাচনী পরীক্ষা হিসেবে দেখছে বিএনপি। এবার প্রার্থীর সাক্ষাৎকার বা তদবির নয়, নিজস্ব আমলনামার তথ্যকেই বিবেচনা করে মনোনয়ন দেওয়ার বিষয়ে বেশ দৃঢ় বিএনপি। এই আমলনামার নাম ‘ডাটাবেজ’। বিএনপির এ ডাটাবেজে মূল ৫টি যোগ্যতা ও ৫টি অযোগ্যতার প্রধান অপশন রাখা হয়েছে। ওই ঘরগুলো পূরণ করলে ডাটাবেজ সংশ্লিষ্ট প্রার্থীর জন্য একটি স্বয়ংক্রিয় র্যাংকিং দেবে। তা সরবরাহ করা হবে মনোনয়ন নির্ধারণ কমিটিকে। কিছু বিশেষ কারণ ছাড়া এই র্যাংকিংকেই প্রধান্য দেওয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে। দলের কেন্দ্রীয় সূত্র জানিয়েছে, প্রার্থী যাচাইয়ে যোগ্যতা হিসেবে—১. প্রার্থীর অতীত রাজনৈতিক কর্মকাণ্ড২. সামাজিক যোগাযোগমাধ্যমে...