বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য নতুন বিশেষ ডিজাইনের বুলেটপ্রুফ মিনিবাস কেনার অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও একটি বুলেটপ্রুফ জিপ আনা হচ্ছে। গাড়িগুলোর নির্দিষ্ট মডেল বা ধরন এখনো প্রকাশ করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিএনপি গাড়ি কেনার বিষয়ে চিঠি দেয়ার পর অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কালের কণ্ঠকে জানিয়েছেন, “বিএনপির পক্ষ থেকে প্রায় পাঁচ মাস আগে তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ির নথি পাঠানো হয়েছিল। স্পেশাল ব্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী তখন অনুমোদন দেওয়া হয়েছিল। নতুন করে খালেদা জিয়ার গাড়ির জন্যও অনুমোদন দেওয়া হয়েছে।” বিএনপি এ ছাড়াও একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে। লাইসেন্স অনুমোদন এখনো বিবেচনাধীন। বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, তবে নির্দিষ্ট...