নির্বাচন কমিশনের (ইসি) প্রতি ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এই কমিশন প্রশ্নবিদ্ধ। এই কমিশনকে অবশ্যই পদত্যাগ করতে হবে। রোববার (১৯ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির প্রতিনিধি দল। ইসিকে দেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে অবগত করেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসিরুদ্দীন পাটওয়ারী। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এই কমিশনের অধীনে আমরা কীভাবে ভোটে যাব? ওনারা যে বিষয়গুলো সমাধান করতে পারছে না সেগুলোর যদি সুরাহা না করা হয়। বিষয়গুলো হলো যেভাবে ডেমোক্রেটিক স্টেটে (গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা) যেতে পারবো আমরা সেই বিষয়গুলো তাদের কাছে এড্রেস করেছি। যদি ওনারা না করেন তাহলে তো ওনাদের অবশ্যই পদত্যাগ করতে হবে।’ এনসিপির এই মুখ্য সমন্বয়ক আরও বলেন, কোনো ব্যক্তি ইচ্ছে মতো নির্বাচন কমিশন চলাবে এটা...