তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমস-২০২৫-এর বাংলাদেশের অ্যাথলেটিক্স দলের কোচ ও টিম লিডার হিসেবে বাহরাইন যাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ হেল কাফি।জানা যায়, বাংলাদেশসহ এশিয়ার ৪৫টি দেশের প্রায় চার হাজার ক্রীড়াবিদের অংশগ্রহণে আগামী ২২ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাহরাইনের মানামায় তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমস-২০২৫ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ ও টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ হেল কাফি। বাংলাদেশ দল ২১ অক্টোবর ঢাকা ত্যাগ করবে এবং ২৭ অক্টোবর দেশে ফিরবে। বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ ও টিম লিডার নির্বাচিত হওয়ায় অনুভূতি জানিয়ে যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ হেল কাফি বলেন, জাতীয় দলের কোচ ও টিম লিডার হিসেবে মনোনীত করায় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক...