বাংলা বর্ণমালা কেবল ভাষার ভিত্তি নয়, এটি সড়ক-পরিবহনেও সাংকেতিক অর্থ বহন করে। আমাদের যাতায়াতের অন্যতম মাধ্যম গাড়ির নাম্বার প্লেটে শহরের নাম এবং সংখ্যার মাঝখানে যে বাংলা বর্ণটি জুড়ে দেওয়া হয়, তা আসলে গাড়ির শ্রেণীবিভাগ বা ক্যাটাগরি নির্দেশ করে। এই বর্ণগুলো দেখেই বোঝা যায় গাড়িটি প্রাইভেটকার, বাস, ট্রাক নাকি মোটরসাইকেল। প্রতিটি গাড়ির নাম্বার প্লেটের একটি নির্দিষ্ট ফরম্যাট অনুসরণ করা হয়। যেমন: ‘ঢাকা মেট্রো ক ১১-১২৩৪’। এখানে 'ঢাকা মেট্রো' দ্বারা গাড়িটির ঢাকা মহানগরীর আওতাধীনতা বোঝানো হয়। এরপরের দুটি সংখ্যা ‘১১’ হলো রেজিস্ট্রেশন নাম্বার এবং শেষের চারটি সংখ্যা ‘১২৩৪’ হলো গাড়ির সিরিয়াল নাম্বার। এই ফরম্যাটের মাঝে থাকা বাংলা বর্ণটিই হলো গাড়ির ক্যাটাগরি নির্ধারণের মূল চাবিকাঠি। বাংলাদেশে সড়ক-পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথোরিটি বা বিআরটিএ গাড়ির রেজিস্ট্রেশন এবং নাম্বার প্লেট নির্ধারণ করে।...