রাষ্ট্র সংস্কারের উদ্যোগে নতুন মাইলফলক স্থাপন করেছে গণফোরাম। দলটি রবিবার (১৯ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে ‘জুলাই জাতীয় সনদে’ স্বাক্ষর করেছে। গণফোরামের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান সনদে স্বাক্ষর করেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানান, সনদ স্বাক্ষরের মাধ্যমে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় গণফোরামের আনুষ্ঠানিক অংশগ্রহণ নিশ্চিত হলো। স্বাক্ষর অনুষ্ঠানে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, “৭২–এর সংবিধানের চারটি মূলনীতি যদি জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকত, সনদটি আরও পূর্ণতা পেত। তবে স্বাধীনতার ঘোষণাপত্র সনদে যুক্ত করার আশ্বাস পাওয়ায় আমরা এতে স্বাক্ষর করেছি।” এর আগে স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দেওয়ার প্রস্তাব কমিশন প্রত্যাহার করায় গণফোরাম সনদে স্বাক্ষরে সম্মত হয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রীয়াজের...