বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরদার মো. নূরুজ্জামান বলেছেন, ‘নিরাপদ ও শান্তির জনপদ গড়ে তোলাই বিএনপির অঙ্গীকার। মানবিক, ন্যায়ভিত্তিক ঐক্যবদ্ধ সমাজ গঠন বিএনপির একমাত্র লক্ষ্য।’ শনিবার (১৮ অক্টোবর) নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-২ আসনে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণকালে সাধারণ মানুষের কাছে দলের বার্তা তুলে ধরে এসব কথা বলেন তিনি। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে এ লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।আরও পড়ুনআরও পড়ুনএই কমিশনের অধীনে আমরা কীভাবে ভোটে যাব, প্রশ্ন পাটোয়ারীর তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট, সামাজিক বৈষম্য এবং মানুষের মৌলিক অধিকার হরণের বিরুদ্ধে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং থাকবে। সরদার...