সাত বল ধরে কোনো রান না করেই হয়তো একটু অধৈর্য হয়ে উঠেছিলেন বিরাট কোহলি। অফস্টাম্পের বাইরে ফুল লেংথ বল দেখে শরীর থেকে অনেক দূর এগিয়ে ব্যাট চালালেন তিনি।বলটা উড়ে গেল পয়েন্টের দিকে; সেখানে বাঁদিকে ডাইভ দিয়ে দুই হাতে মুঠোবন্ধ করলেন কুপার কনোলি। মিচেল স্টার্কের বলে ক্যাচ আউট হয়ে মাথা নিচু করে ফিরলেন কোহলি। ভারতের জার্সিতে সাত মাস পর মাঠে নেমেই পেলেন ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম ‘ডাক’। টি-টোয়েন্টি ও টেস্ট থেকে সরে দাঁড়ানোর পর কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে এখন একমাত্র ভরসা ওয়ানডে। গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ছিল তার শেষ ম্যাচ। দীর্ঘ বিরতির পর ফেরার ম্যাচটা রূপকথা নয়, বরং হতাশার। ৩৬ বছর বয়সী এই ব্যাটার ফিরেছেন ৮ বলে শূন্য রানে। এর আগে ওয়ানডেতে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রান করেছিলেন ২০২৩ সালে, ইংল্যান্ডের...