অভিনেতার আসল নাম অজয় সিং দেওল। কিন্তু এই নামে অনেকেই চেনেন না তাকে। বলিউডে সানি নামেই নিজের পরিচয় গড়ে তুলেছেন। অভিনেতা ধর্মেন্দ্র জ্য়েষ্ঠ পুত্র সানি। পাঞ্জাবের সহনেওয়ালে জন্ম। বলিউড ক্যারিয়ারে ৯০টির বেশি সিনেমাতে অভিনয় করেছেন।১৯৮৩ সালে ‘বেতাব’ সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেন অভিনেতা। সেই সময় ব্লকবাস্টার হিট হয়েছিল সেই সিনেমা। পরিচালকের আসনে ছিলেন রাহুল রাওয়াইল। নায়িকা হিসেবে বিপরীতে ছিলেন অমৃতা সিং। সিনেমার জন্যই এতটাই জনপ্রিয়তা পেয়েছিলেন, এই সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পান তিনি।নিউজজি/হাআ ১৯৮৩ সালে ‘বেতাব’ সিনেমা দিয়ে...