স্পোর্টস ডেস্ক : আবারো বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার হিসেবে তালিকায় শীর্ষস্থান অর্জন করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এই তালিকায় শীর্ষ দশে এবার নতুন করে নাম লিখিয়েছেন বার্সেলোনার তরুন সেনসেশন লামিন ইয়ামাল। যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বস প্রকাশিত বার্ষিক রিপোর্ট অনুযায়ী বিশ্বের সর্বোচ্চ আয়ের ১০জন ফুটবলারের নাম সম্প্রতি ঘোষনা করা হয়েছে। ২০২৫-২৬ মৌসুমের জন্য ফোর্বস র্যাঙ্কিংয়ে মাঠের আয়ের অনুমান প্রতিফলিত হয়েছে, যার মধ্যে রয়েছে মূল বেতন, বোনাস এবং ক্লাব-ভিত্তিক ইমেজ রাইটস চুক্তি। ৪০ বছর বয়সী রোনাল্ডো জুনে সৌদি পেশাদার ক্লাব আল নাসরর সাথে দুই বছরের নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। আগামী বছরগুলোতে ট্যাক্স ও এজেন্ট ফি বাদে সব মিলিয়ে রোনাল্ডোর এই চুক্তির পরিমান প্রায় ২৮০ মিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি অবসরের বিষয়টি উড়িয়ে দিয়ে পর্তুগীজ এই অধিনায়ক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এখনো তার ভাল কিছু দেবার ক্ষমতা...