ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ধোঁয়া এখনো পুরোপুরি কেটে যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলেও ছড়িয়ে থাকা পোড়া কাগজ, ভস্মীভূত প্যাকেজ, গলে যাওয়া লোহার কাঠামো আর পুড়ে যাওয়া নথিপত্র এখনো ধোঁয়া ছড়াচ্ছে। বিমান চলাচল পুনরায় শুরু হলেও স্বাভাবিক হয়নি শিডিউল। শত শত যাত্রী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন বিমানবন্দরের বিভিন্ন টার্মিনালে। বিদেশগামী যাত্রীদের অনেকে ফ্লাইট মিস করেছেন, আবার অনেক বিদেশি এয়ারলাইন্স সাময়িকভাবে কার্গো সেবা স্থগিত রেখেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুন এখনও পুরোপুরি নির্বাপণে আসেনি। এজন্য ধোঁয়া উড়ছে। তবে আমাদের ২২ ইউনিট আগুন নির্বাপণের কাজ করছে। আগুন যেন বাড়তে না পারে সেজন্য অনবরত পানি ছিটানো হচ্ছে। এদিকে, সকাল থেকেই বিমানবন্দরের কার্গো ভিলেজে ধ্বংসস্তূপ দেখতে আসছেন ভুক্তভোগীরা। উৎসুক জনতার ভিড়ও দেখা গেছে। তবে ভেতরে...