ব্যাখ্যায় বলা হয়েছে, এনসিপি মনে করে প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশন এনসিপি’র সঙ্গে অন্যায্য আচরণ করছে যার ফলশ্রুতিতে নির্বাচন কমিশন জনগণের সঙ্গে তার স্বচ্ছতা, দায়বদ্ধতা ও জবাবদিহিতার সম্পর্ককে এড়িয়ে গিয়ে নিজের খেয়াল-খুশি মতো এলোমেলোভাবে পরিচালিত হচ্ছে বলে প্রতীয়মান হয়। বর্তমান নির্বাচন কমিশন ফ্যাসিবাদী আমলের পাতানো নির্বাচন আয়োজনকারী কমিশনের থেকে নিজের কার্যক্রমকে আলাদা করতে পারছে না এবং দেশবাসীকে আবারো একটি সংকটের দিকে ঠেলে দিচ্ছে কি না সেবিষয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এনসিপি’র প্রতি নির্বাচন কমিশনের বৈরী আচরণ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশনের সদিচ্ছা, সক্ষমতা ও আন্তরিকতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।নাসীরুদ্দীন পোস্টে উল্লেখ করেন, নির্বাচন কমিশন বরাবরে এনসিপি কর্তৃক দাখিলকৃত বিগত ০৩ আগস্ট ২০২৫, ২৪ সেপ্টেম্বর ২০২৫ এবং ০৭ অক্টোবর ২০২৫ তারিখের আলাদা আলাদা দরখাস্ত নিষ্পত্তি...