বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের ‘বিপরীতে দাঁড় করানোর’ অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন সালাহ উদ্দিন আহমদ। রোববার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “কোন একটি রাজনৈতিক দল নয়, সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অবদান রেখেছে, অবিরাম সংগ্রাম করেছে তাদের সকলের অবদানের প্রেক্ষিতেই সংগঠিত হয়েছে ছাত্র-গণঅভ্যত্থান-২০২৪। “মাত্র ৩৬ দিনের মধ্যে যদি আমরা মনে করি যে একটা ফ্যাসিস্ট সরকার বা ফ্যাসিস্ট শাসকের পতন হয়েছে, সেটা সঠিক নয়।” গণঅভ্যুত্থানকে ১৬ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের ফসল দাবি করে সালাহউদ্দিন বলেন, “বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না।” জুলাই অভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা, পুনর্বাসনের দাবিতে শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নিয়ে ‘জুলাই যোদ্ধারা’ বিক্ষোভ দেখান। জাতীয়...