রক্ষণ সামলাতে নয় রোনাল্দ আরাউহো দ্বিতীয়ার্ধের শেষ দিকে নেমেছিলেন গোল করার দায়িত্ব নিয়ে। সেই কাজে দারুণ সফল উরুগুয়ের এই সেন্টার ব্যাক। যোগ করা সময়ে চমৎকার গোলে জিরোনার সঙ্গে তিনিই গড়ে দিলেন ব্যবধান। পরে মজা করেই বললেন, স্ট্রাইকার হিসেবে খেললে আরও অনেক গোল করতেন তিনি। লা লিগার ম্যাচে শনিবার ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে দলকে জয়ে ফিরিয়েছেন আরাউহো। পঞ্চম ও শেষ বদলি হিসেবে মিডফিল্ডার মার্ক কাসাদোর জায়গায় ৮২তম মিনিটে মাঠে আসেন আরাউহো। রবের্ত লেভানদোভস্কি, ফেররান তরেস, রাফিনিয়াদের অনুপস্থিতিতে তখন ফিনিশিংয়ে ভুগছিল বার্সেলোনা। সে সময় স্ট্রাইকার হিসেবে কেন আরাউহোকে বেছে নিয়েছিলেন, বললেন কোচ হান্সি ফ্লিক। “এই পরিবর্তনের আগে আমি রোনাল্দের সঙ্গে কথা বলি। তাকে জিজ্ঞেস করেছিলাম, ‘তুমি কি এটা করতে পারবে?’ উত্তরে সে হ্যাঁ বলেছিল।” “তার...