শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকার আগুনের ঘটনায় নির্বাপণ কাজ আজ বিকাল ৪টার মধ্যে সম্পন্ন করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস । রবিবার (১৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় একথা জানিয়েছে ফায়ার সার্ভিস। বার্তায় বলা হয়েছে, সংস্থাটির ২৩টি ইউনিট রবিবার সকাল থেকে নির্বাপণ কাজ চালিয়ে যাচ্ছে। প্রসঙ্গত, গতকাল শনিবার দুপুর সোয়া ২টায় বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। একইসঙ্গে কাজ করেন নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা। ৬ ঘণ্টারও...