ভারতের হয়ে দীর্ঘ ৭ মাস পর মাঠে ফিরলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তবে প্রত্যাবর্তনের ম্যাচটি একেবারেই স্মরণীয় হলো না দুই অভিজ্ঞ ব্যাটারের জন্য। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে দুজনই ফিরেছেন এক অঙ্কের নিচে। কোহলি ফিরেছেন শূন্য রানে আর রোহিত ৮ রানে। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডেতে প্রথমবার শূন্য রানে ফিরলেন কোহলি। আজ রোববার (১৯ অক্টোবর) নতুন অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের নতুন যুগের শুরুটা হয়েছে চাপে পড়েই। ইনিংসের শুরুতেই ২৫ রানে হারিয়ে বসে ৩ উইকেট, যার মধ্যে ছিলেন রোহিত, কোহলি ও গিল নিজেই। রোহিত, গিল ও কোহলির ব্যাট থেকে এসেছে মোটে ১৮ রান। যা ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর থেকে ওয়ানডেতে ভারতের প্রথম তিনজন ব্যাটারের সর্বনিম্ন সম্মিলিত রান এটি। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে প্রথম...