সম্প্রতি দুবাইয়ে শেষ হওয়া সপ্তম এক্সেসীবিলিটিস এক্সপোতে এসব উদ্ভাবন ও পন্যের প্রদর্শনী করা হয়। যার মধ্যে একটি অন্যতম উদ্যোগ হলো ‘ট্রাভেল হাব’, যা emirates.com ওয়েবসাইটে সংযুক্ত হয়েছে। এটি মূলত একটি ওয়ানস্টপ ডিজিটাল প্ল্যাটফর্ম। যার মাধ্যমে বিভিন্ন ধরণের বিশেষ চাহিদার যাত্রীরা ভ্রমণের জন্য প্রয়োজনীয় সকল তথ্য এবং তাদের জন্য নির্ধারিত বিভিন্ন সেবা সম্পর্কে জানতে পারেন। এই হাব এর মাধ্যমে যাত্রীরা তাদের চাহিদানুযায়ী সেবা গ্রহণের সুযোগ পেয়ে থাকেন। আগামী ১ নভেম্বর থেকে নিউরোডাইভার্জেন্ট যাত্রীদের জন্য এমিরেটস বিভিন্ন সেন্সরী প্রোডাক্ট এবং ফিজেক্ট টয় (অস্থিরতা কমাতে সহায়ক বিভিন্ন খেলনা) চালু করতে যাচ্ছে। এয়ারলাইনটির ইনফ্লাইট বিনোদন ব্যবস্থায় এসকল যাত্রীদের জন্য ক্যাপশন সমৃদ্ধ ৬০০টির অধিক মুভি এবং ২০০র অধিক অডিও বর্ননা সমৃদ্ধ মুভি যুক্ত হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এসকল যাত্রীদের জন্য বাধাহীন বায়োমেট্রিক করিডর, ব্রেইলিসহ সেলফ...