এই রূপালি গিটার ফেলে, একদিন চলে যাবো দূরে বহুদূরে… গানটি শুনলেই আজো চোখ ভিজে আসে লাখো ভক্তের। যে কণ্ঠ এক সময় ছিল প্রাণের স্পন্দন, যে গিটার বাজলেই কেঁপে উঠত কনসার্ট মঞ্চ, সেই কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু আজ আমাদের মাঝে নেই। শনিবার (১৭ অক্টোবর) ছিল তার সপ্তম মৃত্যুবার্ষিকী। এই কিংবদন্তি সংগীত শিল্পীর স্মৃতিকে অমর করে রাখতে রাজধানীর মগবাজারে নির্মিত হতে যাচ্ছে আইয়ুব বাচ্চু মিউজিয়াম। এর নাম হবে ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম অ্যান্ড কালচারাল হাব’। ১০ কাঠা জায়গাজুড়ে গড়ে ওঠা এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে তার জীবন, সংগীত ও শিল্পভুবনের অজস্র স্মৃতি। আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। এই তথ্য জানিয়েছেন ফাউন্ডেশনের সভাপতি আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার। তিনি এও দাবি করেছেন, এই মিউজিয়ামের জন্য পৃষ্ঠপোষকতাও দরকার। ফাউন্ডেশনের সেক্রেটারি ও...