রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী নতুন ইসি গঠনের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “আমরা নতুন ইসি গঠনের দাবি জানাতে এসেছি। এই কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ নেওয়া যায় না।” নির্বাচন কমিশনাররা যদি মনমর্জি মতো ইসি চালায়, তাহলে তাদের পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন দিনি। রবিবার (১৯ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অগ্নিকাণ্ড ও নিরাপত্তাহীন পরিস্থিতির মধ্যে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “দেশে যখন মানুষ নিজের জীবন ও সম্পদের নিরাপত্তা পাচ্ছে না, তখন ফেব্রুয়ারিতে কীভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন...