গত শুক্রবার জুলাই সনদ সইয়ের দিনে 'জুলাই যোদ্ধা' ব্যানারে বিক্ষোভকারীদের নিয়ে দেওয়া তার বক্তব্যের জন্য এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন। সালাহউদ্দিন আহমদ সেই আহ্বানকে স্বাগত জানিয়ে বলেন, "এভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত। গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত।" তিনি মনে করেন, বিষয়টি পরিষ্কার করা দরকার। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ক্ষমা চাওয়ার আহ্বানের প্রেক্ষিতে আজ রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের বিপরীতে বিএনপিকে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই অভ্যুত্থানে এখন পর্যন্ত তাঁদের পরিসংখ্যান অনুযায়ী, বিএনপির ৪২২ জন নেতা-কর্মী নিহত হয়েছেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির সংগ্রাম ও ত্যাগের সিঁড়ি...