ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমজমাট ঢাকা-২ (কেরানীগঞ্জ-সাভারের একাংশ) আসনের প্রচার-প্রচারণা। মাঠে বেশি সরব বিএনপি ও জামায়াত প্রার্থী। তারা গণসংযোগ-প্রচার চালাচ্ছেন বিভিন্ন কৌশলে। বিএনপির প্রার্থী চূড়ান্ত না হলেও জামায়াত এক্ষেত্রে এগিয়ে। এনসিপিসহ অন্য দলগুলোর বিশেষ কর্মযজ্ঞ নেই। সরেজমিনে ঢাকার এ আসনটির বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, পোস্টার, ব্যানার, বিলবোর্ড, তোরণে ছেয়ে গেছে। ভোটারদের মধ্যেও দীর্ঘদিন পর ভোট দেওয়ার আগ্রহ প্রবল। আসনজুড়ে আপাতত আলোচনায় বিএনপির সম্ভাব্য প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ও জামায়াতের চূড়ান্ত প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান। ছেলে আলোচনায় থাকলেও আমানউল্লাহ আমানের প্রার্থী হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এলাকার সন্তান, সাবেক মন্ত্রী হওয়ায় ব্যক্তি হিসেবেও তার জনপ্রিয়তা রয়েছে। অন্যদিকে, নবগঠিত দল এনসিপি থেকে প্রার্থী হতে পারেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য...