আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে গতিময় ডেলিভারির মালিক শোয়েব আখতার। ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি ১৬১.৩ কিলোমিটার বেগে ইতিসের দ্রুততম ডেলিভারিটি করেছিলেন। আজ রবিবার ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মিচেল স্টার্কের একটি বল নিয়ে তোলপাড় পড়ে গেছে। কারণ, স্পিডোমিটারে বলটির গতি দেখানো হয়েছে ১৭৬.৫ কিলোমিটার প্রতি ঘণ্টা! পার্থের অপটাস স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে ভারত। নতুন বলে গতি আর নিখুঁত লাইন-লেংথ ধরে রেখে শুরু থেকেই ভারতীয় ওপেনারদের চাপে ফেলেছিলেন স্টার্ক। সপ্তম ওভারে তুলে নেন বিরাট কোহলির (০) উইকেট। স্টার্কের অফ স্টাম্পের বাইরে বল তাড়া করতে গিয়ে কোহলি ক্যাচ তুলে দেন কুপার কনলির হাতে। কিন্তু আলোচনার ঝড় উঠেছে তার করা প্রথম বলটি নিয়ে। ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে (৮) করা প্রথম বলটির গতি...