প্রশ্ন:জান্নাতে কি ভাই বোনের সঙ্গে দেখা হবে না? এক ওয়ায়েজ তার ওয়াজে বলেছেন, জান্নাতে নাকি ভাই-বোনের সঙ্গে দেখা হবে না, এই বক্তব্য কি সঠিক? উত্তর:জান্নাতে ভাই-বোনের সঙ্গে দেখা হবে না এই বক্তব্য সঠিক নয়। কোরআনে বা মহানবী (সা.) থেকে বর্ণিত কোনো হাদিসে এ রকম বক্তব্য পাওয়া যায় না যে, জান্নাতে ভাই-বোনের সঙ্গে দেখা হবে না। বরং জান্নাতে অন্যান্য জান্নাতি আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা হবে এ রকমই বোঝা যায় কোরআনের বিভিন্ন আয়াত থেকে। আল্লাহ তাআলা বলেন, আর যারা ইমান আনে এবং তাদের সন্তান-সন্ততি ইমানের সাথে তাদের অনুসরণ করে, আমরা তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাব এবং তাদের সওয়াবের কোন অংশই কমাব না। প্রত্যেক ব্যক্তি তার কামাইয়ের ব্যাপারে দায়ী থাকবে। (সুরা তুর: ২১) অর্থাৎ আখেরাতে ঈমানদারদের মধ্যে যারা জান্নাত লাভ করবে, তাদের সন্তানরাও...