ভারতের টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী আহনা কুমরাকে মেরে ফেলার হুমকি দিয়েছে একটি চক্র। অভিনেত্রীর দাবি, ভোজপুরি অভিনেতা পবন সিংহের অনুরাগীরা তাকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছেন। 'রাইজ অ্যান্ড ফল' নামক একটি অনুষ্ঠানে পবন সিংয়ের প্রতিযোগী ছিলেন আহনা। প্রতিযোগিতা চলাকালীন তাদের মধ্যে তীব্র ঝগড়া হয়েছিল। জানা গেছে, 'মি-টু' আন্দোলন চলাকালীন পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে ওঠে যৌন হেনস্তার অভিযোগ। অভিনেত্রী সালোনি চোপড়ার অভিযোগের সূত্র ধরেই আহনাও মুখ খোলেন। এক সাক্ষাৎকারে আহনা জানান, একটি ছবিতে কাজের বিষয়ে কথা বলার জন্য সাজিদ খান তাকে নিজের বাড়িতে ডেকেছিলেন। সেইদিনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘সাজিদ আমায় স্পর্শ করেননি। কিন্তু অদ্ভুত ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন। আমি ভয় না পেয়ে বরং তাকে ঘাবড়ে দেওয়ার জন্য বলেছিলাম যে, আমার মা পুলিশে কাজ করেন। এরপর তিনি আর কথা বাড়ানোর...