বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্মগুলো মানুষের বিনোদনের ধরণ পাল্টে দিয়েছে। এখন শুধু সিনেমা নয়, ওয়েব সিরিজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়। বাংলা, হিন্দি ও অন্যান্য ভাষায় নানা ধারার ওয়েব সিরিজ নিয়মিত মুক্তি পাচ্ছে—যার অনেকগুলোই বড় বাজেটের ছবিকেও টক্কর দিচ্ছে। সম্প্রতি এমএক্স প্লেয়ার (MX Player)-এ মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ ‘গিরগিট’, যা রোমান্স, প্রতারণা ও রহস্যের মিশেলে তৈরি এক চমকপ্রদ গল্প। শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের ধরে রাখার মতো মোড় ঘোরানো কাহিনি সিরিজটির সবচেয়ে বড় আকর্ষণ। গল্পে প্রেম, বিশ্বাসঘাতকতা ও জীবনের কঠিন বাস্তবতা একসঙ্গে উঠে এসেছে, যা একদিকে রোমাঞ্চকর আবার অন্যদিকে ভাবনার খোরাক জোগায়। প্রতিটি চরিত্রের আচরণ ও উদ্দেশ্য রহস্যে ঘেরা, যা কাহিনিকে করে তুলেছে আরও টানটান। অভিনয়ে...