৪০ বছর বয়সেও ক্রিশ্চিয়ানো রোনালদোর পায়ের জাদু আগের মতোই রয়েছে। শনিবার রাতে সৌদি প্রো লিগে আল ফাতেহর বিপক্ষে দুর্দান্ত এক গোল করে নতুন ইতিহাস গড়লেন পর্তুগিজ এই তারকা। এটি ছিল তার ক্লাব ক্যারিয়ারের ৮০০তম গোল। রিয়াদে আল নাসরের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে তার দল জিতেছে ৫-১ গোলে। যদিও রোনালদো মিস করেছেন একটি পেনাল্টি, কিন্তু এক মিনিট পরেই সেই আক্ষেপ মুছে দিয়েছেন দুর্দান্ত এক গোলে। গোল হওয়া মাত্রউ পুরো স্টেডিয়াম জুড়ে শুরু হয় আনন্দ-উচ্ছ্বাস। ম্যাচ শেষে রোনালদো নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন, “সাফল্য কোনো দুর্ঘটনা নয়।” ম্যাচের শুরুটা আল নাসরের জন্য দারুণ ছিল। ১৩ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে যায় দল। বিরতির পর দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে সফিয়ান বেনদেবকা গোল করে আল ফাতেহকে সমতায় ফেরান। কিন্তু বেশিক্ষণ তা টিকতে দেয়নি আল নাসর। ৬০...