প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পী শুভ ও কণ্ঠশিল্পী আরিয়ানা ইফতি এবার একসাথে হাজির হচ্ছেন নতুন গান ‘পড়েছি তোর মায়ায়’ নিয়ে। গানটির গীতিকার ও সুরকার শুভ নিজেই, আর সংগীতায়োজন করেছেন অমিত কাউসার খান তূর্য। গানের মডেল হিসেবেও দেখা যাবে শুভ ও ইফতিকে। শুভ বলেন, ইফতির কণ্ঠ মিষ্টি, গভীর আর একদম শ্রুতিমধুর। সে অসাধারণ গায়। আমি খুব মুগ্ধ। দর্শকরাও নিশ্চয়ই তার কণ্ঠে গানটি উপভোগ করবেন।আরও পড়ুনআরও পড়ুনপরীমনির প্রশংসায় যা বললেন ইমরান তিনি আরও জানান, গানটির মিউজিক ভিডিও কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে শুট করা হয়েছে এবং তা শিগগিরই মুক্তি পাবে। শুভর ভাষায়, দর্শকদের জন্য রইল ভালোবাসা। ভালো গান উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এদিকে কণ্ঠশিল্পী আরিয়ানা ইফতি বলেন, শুভর গান বরাবরের মতোই দারুণ। তাই তার সঙ্গে কাজ করতে সম্মত হই। গানটি গাইতে আমার ভালো লেগেছে। দর্শকদেরও...