
আগুনে ক্ষতিগ্রস্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকা পরিদর্শন করেছেন বাণিজ্যউপদেষ্টা শেখ বশির উদ্দীন। এ সময় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সদস্যরা তার সঙ্গে ছিলেন। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে তারা ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে উপদেষ্টা শেখ বশির উদ্দীন সাংবাদিকদের বলেন, ‘আমরা আজ পরিদর্শন করলাম। আগুনের কী পরিমাণ ভয়াবহতা ছিল আপনারা সবাই দেখেছেন। ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থা আন্তরিকতায় গতরাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের চ্যালেঞ্জ ছিল বিমানবন্দর রান করার, সেটিও করেছি।’ তিনি বলেন, ‘ফ্লাইট শিডিউলে ক্ষতিগ্রস্ত এয়ারলাইনসের ট্যারিফ আমরা মওকুফ করেছি। পর্যায়ক্রমে সবই স্বাভাবিক হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারও কোনও দূর্বলতা বা অবহেলা আছে কি-না সেটি আমাদের আন্তঃমন্ত্রণালয়ের সভায় আলোচনা হবে। এখানে গোয়েন্দা...