জনপ্রিয় সংগীতশিল্পীইমরান মাহমুদুলসম্প্রতি সামাজিক মাধ্যমে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকাপরীমনিরসঙ্গে দুটি ছবি শেয়ার করে একটি আবেগঘন বার্তা দিয়েছেন, যা প্রকাশের পরপরই নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিগুলো ছিল ব্লকবাস্টার সিনেমা‘বিশ্বসুন্দরী’-এর জনপ্রিয় গান ‘তুই কি আমার হবি রে’র শুটিংয়ের সময়ের। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই গায়ক নিজেই জানিয়েছেন, গানটিতে পরীমনিকে "অপূর্ব সুন্দর" লেগেছিল। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে ইমরান লেখেন, ‘“তুই কি আমার হবি রে” এই গানটি সিনেমার জন্য করা আমার সবচেয়ে পছন্দের গান। “বিশ্বসুন্দরী” সিনেমার নায়িকা ছিলেন পরীমনি। গানটিতে তাকে অপূর্ব সুন্দর লেগেছিলো। ১২৬ মিলিয়ন ভিউ গানটির।’ ইমরান মাহমুদুল ও কনার গাওয়া এই গানটির কথা বলতে গিয়েই শিল্পী স্মৃতিচারণ করেছেন। এর ভিডিওতে পরীমনির...