পাকিস্তানি টেলিভিশনের তরুণ প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে হানিয়া আমির এক বিশেষ নাম। মিষ্টি হাসি, প্রাণবন্ত উপস্থিতি আর স্বতঃস্ফূর্ত অভিনয়ে তিনি অল্প সময়েই দর্শকের মন জয় করেছেন। শুধু গ্ল্যামার নয়, চরিত্রের গভীরতাও তিনি তুলে ধরতে জানেন। তার অভিনীত বেশ কিছু নাটক দেশ-বিদেশে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। চলুন জেনে নেওয়া যাক হানিয়া আমিরের জনপ্রিয় পাঁচটি নাটক ও তাদের গল্প। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে মেরে হমসফর: রোমান্টিক-ড্রামা ঘরানার এই নাটক হানিয়া আমিরকে এনে দিয়েছে আন্তর্জাতিক পরিচিতি। এখানে তিনি হালা চরিত্রে অভিনয় করেন, যাকে ছোটবেলা থেকেই পরিবারে অবহেলা করা হয়। জীবনের প্রতিটি মুহূর্তে অবজ্ঞা আর কষ্ট সয়ে বড় হওয়া হালা শেষমেশ খুঁজে পায় সত্যিকারের ভালোবাসা। হানিয়ার অভিনয়ে হালার দুর্বলতা, লড়াই আর মানসিক শক্তি দর্শককে গভীরভাবে ছুঁয়ে যায়। সাঙ এ মাহ: এটি একটি সামাজিক ইস্যুভিত্তিক নাটক, যেখানে...