খাঁচার ভেতর অচিন পাখি: লালন দর্শন ও মানব মুক্তির চিরন্তন আহ্বান NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। এই মহাবিশ্বে মানুষের আত্মা এক গোপন রহস্যের প্রবেশপথ, যা কেবল গভীর আগ্রহ ও অনুসন্ধানের মাধ্যমেই একজন প্রকৃত দার্শনিকের কাছে উন্মোচিত হয়। আমাদের ভঙ্গুর দেহের আড়ালে এক অলৌকিক সত্তা নিরন্তর গুঞ্জন করে চলে—এক চিরন্তন প্রশ্ন: "আমি কে?", "কোথা থেকে এলাম?", "কোথায় হবে আমার শেষ যাত্রা?" এই চিন্ময় সত্তাকে খোঁজার তীব্র আকাঙ্ক্ষাই মানব জীবনের মূল আর্তি। ইতিহাসের পাতায় রাজা বা মহাবীরদের ভিড়ে সেইসব সত্য-অনুসন্ধানী মানুষ দুর্লভ, যাঁরা বাইরের জগৎ ছেড়ে আত্মার দিকে প্রথম দৃষ্টিপাত করেছেন। প্রাচীন গ্রিক প্রাজ্ঞ সক্রেটিস (খ্রিস্টপূর্ব ৪৭০-৩৯৯) প্রসঙ্গে তাঁর শিষ্য প্লেটো 'Apology' গ্রন্থে যেন সেই বার্তাই দিয়েছেন, এক স্পষ্ট ঘোষণা: “অনালোচিত জীবন বেঁচে থাকার যোগ্য নয়”...