বাংলাদেশে বর্তমানে বেশ কয়েকটি ব্যাংক নিজেদের ইসলামি নীতিমালাভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দেয়। অনেকেই এসব ব্যাংকে ডিপিএস, এফডিআর বা মেয়াদি সঞ্চয় পরিকল্পনা খুলে মাসিক বা মেয়াদ শেষে মুনাফা গ্রহণ করে থাকেন। তবে ইসলামি দৃষ্টিকোণ থেকে এই মুনাফা গ্রহণ কতটা বৈধ, তা নিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা। ইসলামি অর্থনীতি ও শরীয়তের আলোকে বিশেষজ্ঞরা মনে করেন, দেশের অধিকাংশ ইসলামি ব্যাংক কাগজে-কলমে শরীয়তভিত্তিক হওয়ার দাবি করলেও তাদের বাস্তব কার্যক্রমে শরীয়ার মূল নীতিমালা সম্পূর্ণভাবে অনুসৃত হয় না। বিনিয়োগ ও লেনদেনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সুদনির্ভর পদ্ধতি বা অশরীয়াভিত্তিক প্রক্রিয়া ব্যবহৃত হয়। ফলে এসব ব্যাংকে টাকা রেখে মুনাফা গ্রহণ করা নিঃসন্দেহে প্রশ্নবিদ্ধ। প্রচলিত ব্যাংকগুলো থেকে ডিপোজিট, সেভিংস বা এফডিআর-এর বিপরীতে যে মুনাফা বা লভ্যাংশ দেওয়া হয়, তা ইসলামী শরীয়তের দৃষ্টিতে সুদ হিসেবেই গণ্য। কুরআন ও হাদিসে সুদ গ্রহণকে...