ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের সম্পর্ক ঠিক যেন সিনেমার থেকেও সিনেমাটিক। সুন্দরী এ অভিনেত্রী, দেড় বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছিলেন এবং গত শনিবার (১৮ অক্টোবর) সামাজিক মাধ্যমে নিজের বিয়ের খবর নিশ্চিত করেন। তৃতীয়বারে মতো বিয়ের খবর জানালেও দেখা যায়, মাহি যার সঙ্গে ‘গট ম্যারিড’ পোস্ট দিয়েছেন তিনি মূলত তার দ্বিতীয় স্বামী ‘রাকিব সরকার’।মাহির করা পোস্টের পর তার স্বামী রাকিব সরকার নিজের প্রোফাইলে ‘ম্যারিড টু মাহিয়া মাহি’ লিখে একটি আপডেট দেন। মুহূর্তেই সেই পোস্টে শুভেচ্ছা জানান অনেকেই। তবে মজার বিষয় হলো, মন্তব্য ঘরে বিয়ের তারিখ ঘিরে নতুন করে জবাব আর পাল্টা-জবাবের বিতর্কে জড়ান দুজনে। এসময় মাহি মন্তব্য ঘরে লেখেন—‘উল্টা পাল্টা কি ডেট দিছো!’ এর সঙ্গে জুড়ে দিয়েছেন রাগের ইমোজি।স্বামী রাকিবের করা পোস্ট অনুযায়ী...