কিউবার উদ্ভাবিত বিপ্লবাত্মক টিকা‘CIMAvax-EGF’এখন বিশ্বের প্রথম ফুসফুস ক্যানসার ভ্যাকসিন হিসেবে সাতটি দেশে বড় আকারে ক্লিনিক্যাল ট্রায়ালে প্রবেশ করেছে। এই টিকাটি সাধারণ টিকার মতো রোগ প্রতিরোধ করে না; বরং এটিইপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর (EGF)নামক প্রোটিনকে বাধা দিয়ে টিউমার কোষগুলোর বৃদ্ধি রোধ করে। সহজভাবে বললে, এটি ক্যানসার কোষকে প্রয়োজনীয় বৃদ্ধির সংকেত থেকে “বঞ্চিত” করে রাখে, ফলে টিউমারের অগ্রগতি ধীর হয়ে যায়। ২০১১ সাল থেকে কিউবায় এটি ব্যবহার করা হচ্ছে এবং দেরি-পর্যায়ের ফুসফুস ক্যানসার রোগীদের আয়ুষ্কাল বাড়াতে ইতিবাচক ফল দিয়েছে। এখনযুক্তরাষ্ট্র, জাপান এবং ইউরোপের কয়েকটি দেশসহ মোট সাতটি দেশেএই ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হয়েছে। গবেষকরা আশা করছেন,...